যৌন হয়রানির অভিযোগের পর সান্তোস ছাড়লেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

প্রথম আলো প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৩, ২১:০২

যৌন হয়রানির অভিযোগ ওঠার পর সান্তোস থেকে পদত্যাগ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ফ্যালকাও। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এই সাবেক ফুটবলার সান্তোসে ক্রীড়া সমন্বয়কের দায়িত্বে ছিলেন। তবে যে অভিযোগে পদ ছেড়েছেন, সেটি সঠিক নয় বলে দাবি করেছেন ফ্যালকাও। এ ঘটনায় ব্রাজিলের পুলিশ তদন্ত শুরুর কথা জানিয়েছে।


৬৯ বছর বয়সী ফ্যালকাওয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক নারী। সান্তোসে ফ্যালকাও যে ভবনে থাকেন, ওই নারী সেখানে অভ্যর্থনাকারী হিসেবে চাকরি করেন। এএফপির খবরে বলা হয়, ওই নারী তাঁর ডেস্কে থাকা অবস্থায় দুবার ফ্যালকাও হয়রানি করেছেন বলে খবর দিয়েছে ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যম।


শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ফ্যালকাও লিখেছেন, ‘সান্তোস এফসি সমর্থকদের প্রতি সম্মান রেখে আমি ক্রীড়া সমন্বয়ক পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যা আজ থেকে কার্যকর হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও