চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় মাইকিং, প্রস্তুত ১৯ আশ্রয়কেন্দ্র

বাংলা ট্রিবিউন চট্টগ্রাম প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৩, ২০:৫৭

টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কায় চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। শনিবার (৫ আগস্ট) বিকাল থেকে এ মাইকিং শুরু হয়। খোলা হয়েছে ১৯টি আশ্রয় কেন্দ্র।


বিষয়টি নিশ্চিত করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রবল বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। এ কারণে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। নগরীর আকবরশাহ থানাধীন বিজয়নগরসহ বেশ কয়েকটি এলাকায় পুলিশের সহায়তায় তাদের সরানোর চেষ্টা চলছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও