কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তৃতীয় প্রান্তিকে বড় লোকসানের মুখে অ্যাপল

বণিক বার্তা প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৩, ০৯:৪৩

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আইফোন বিক্রিতে অবনমন দেখতে পেয়েছে অ্যাপল। মূলত অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির কারণে গ্রাহক পর্যায়ে ডিভাইস কেনার চাহিদা কমে গেছে। এর ফলে তৃতীয় প্রান্তিকে বড় লোকসানে পড়ার ঝুঁকিতে রয়েছে কুপারটিনোর এ প্রযুক্তি জায়ান্ট।। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে কীভাবে কোম্পানিটি প্রবৃদ্ধি অর্জনে এগিয়ে যাচ্ছে সে বিষয়টিও মুখ্য হয়ে উঠেছে। খবর রয়টার্স।


রেফিনিটিভের পূর্বাভাস অনুসারে, অ্যাপলের দ্বিতীয় প্রান্তিকে আয় ১ দশমিক ৬ শতাংশ কমতে পারে। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকের পর এটা কোম্পানিটির আয়ে সবচেয়ে উল্লেখযোগ্য পতন। আইফোন বিক্রি দ্বিতীয় প্রান্তিকে কমেছে ২ শতাংশের বেশি। অথচ ভিজিবল আলফার বিশ্লেষণ অনুসারে, ২০২২ সালের একই সময়ে বিক্রি বেড়েছিল ৩ শতাংশ। একইভাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে বেড়েছিল ১ দশমিক ৫ শতাংশ। প্রান্তিকওয়ারি হিসাবে মেটা, অ্যালফাবেট ও মাইক্রোসফটের ব্যবসা লাভজনক প্রমাণিত হয়েছে। টেকনালাইসিসের প্রতিষ্ঠাতা বব ওডোনেলের দাবি, অ্যাপল সাধারণত ম্যাক্রো-ইকোনমিক প্রবণতার দ্বারা দ্রুত তাড়িত হয় না। ফলে আরো কিছুদিন এ পরিস্থিতি চলতে থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও