You have reached your daily news limit

Please log in to continue


এবার বিক্রি হচ্ছে বার্বি কফিন!

স্বপ্নের কারখানা হলিউডে সম্প্রতি মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বার্বি’। সিনেমাটি মুক্তির আগে থেকেই বার্বি পুতুল নিয়ে শুরু হয়েছে নতুন উন্মাদনা। রূপকথার মতো নিটোল বার্বির গোলাপি রঙের দুনিয়ায় সব কিছুই নিখুঁত। আর সেই দুনিয়ায় মেতেছে পুরো বিশ্ব।

বার্বির প্রতি আগ্রহ ও ভালোবাসা প্রদর্শন করতে আট থেকে ৮০ বছর বয়সী অনেকেই বার্বি সেজে সিনেমা দেখতে যাচ্ছেন। বার্বি থিমে তৈরি হয়েছে জামা, জুতা থেকে আসবাবপত্র পর্যন্ত। আর এসবের সঙ্গে যোগ হলো বার্বি কফিন। হ্যাঁ, গোলাপি কফিনের কথাই হচ্ছে।


নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, অলিভারেস ফিউনারেল হোম নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছে বার্বি কফিন। আর সেই কফিনের উপর লেখা ‘এরপর আপনি বার্বির মতো বিশ্রাম নিতে পারবেন।’

গোলাপি সেই কফিনে সাজানো হয়েছে বার্বির পৃথিবী। সোনালি রঙের কলকব্জা। চারপাশে ঝলমলে চাঁদ-তারা। ডালা খুললে ভেতরে মিষ্টি গোলাপি পালকের বিছানা। বার্বির ভক্তদের মধ্যে যারা বার্বি প্রেম নিয়ে শেষ শয্যায় যেতে চান, তাদের জন্যই এমন ব্যবস্থার আয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন