কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পারকিনসন্স ডিজিজ যাদের হয় যে কারণে হয়ে থাকে

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১৭:৩৭

পারকিনসন্স মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ। মস্তিষ্কের সাবস্ট্যানশিয়া নাইগ্রা (Substantia nigra) অংশের স্নায়ুকোষ (নিউরোন) শুকিয়ে যাওয়ায় ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের (এক ধরনের রাসায়নিক পদার্থ) ঘাটতি ঘটে। স্বাভাবিক অবস্থায় মস্তিষ্কে ব্যাজাল গ্যাংলিয়া (Basal ganglia) অংশ শরীরের চলাফেরা বা গতি কিংবা নড়াচড়া (Movement) করা সমন্বয় করে। ডোপামিনের অভাবে এ সমন্বয় নষ্ট হয়ে যায়।


যে কারণে এ রোগ : ৭০ শতাংশ ক্ষেত্রে পারকিনসন্স রোগের কারণ অজানা। ৫ শতাংশ ক্ষেত্রে জেনেটিক কারণে এ রোগ হয়। অবশিষ্ট ২৫ শতাংশ বিভিন্ন কারণে হয়। যেমন- স্ট্রোক, টিউমার, বারবার মস্তিষ্কে আঘাত, মস্তিষ্কের ইনফেকশন, উইলসন ডিজিজসহ মস্তিষ্কের অন্যান্য রোগ। সবগুলো মিলিয়ে পারকিনসনিজম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও