কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আম খেতে চেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য

দেশ রূপান্তর পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১৭:২৫

হাসপাতালে ভর্তির পর একে একে কেটে গেছে ছয়দিন। এখন অনেকটাই স্থিতিশীল ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল বুধবার রাতে চিকিৎসকদের কাছে আম খেতে চেয়েছেন তিনি।


জানা গেছে, জিভে আমের স্বাদ পেয়েছেন বুদ্ধদেব। যদিও রাইলস টিউবের মাধ্যমেই খাওয়া-দাওয়া করতে হচ্ছে তাকে।


আনন্দবাজার অনলাইন জানিয়েছে, আজ বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকালে মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, আগামী শনিবার বুদ্ধদেবের শারীরিক অবস্থা নিয়ে আবারও বৈঠক করবে মেডিকেল বোর্ড। গত শনিবার ফুসফুস এবং শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব।


হাসপাতাল সূত্র জানায়, বুদ্ধদেবের শারীরিক অবস্থা কেমন জানতে অনেকে তাকে দেখতে আসছেন। তিনি এখন তাদের সঙ্গে কথা বলছেন। জানাচ্ছেন নিজের সুবিধা-অসুবিধার কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও