You have reached your daily news limit

Please log in to continue


বর্ষায় শিশুকে নিরাপদ রাখার উপায়

গরম থেকে স্বস্তি দেয় বৃষ্টি। তবে পরিবারের ছোট সদস্যকে এই মৌসুমে নিরাপদ ও আরামে রাখতে বড়দেরই সচেষ্ট হতে হয়।

কারণ ভেজা আবহাওয়াতে শিশুর অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে।

এই বিষয়ে ভারতের শিশু পণ্য তৈরির প্রতিষ্ঠান ‘আর ফর র‌্যাবিট’য়ের সহকারী প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা কিঞ্জল পোপাত ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “বর্ষাকালে যখন তখন বৃষ্টি নামে। তাই প্রস্তুতিটা নিয়ে রাখতে হয়।”

সঠিক পোশাক পরানো

বর্ষার শিশুর পোশাক যথাযথ হওয়া আবশ্যক। বাতাস চলাচল করে, হালকা তন্তু যা সহজে শুকিয়ে যায় এমন পোশাক পরানো উচিত।

মোটা, ডেনিম পোশাকে ঘাম আটকে থাকে ফলে শিশুর অস্বস্তি লাগে। পানিরোধী বা পানি প্রতিবন্ধক জ্যাকেট, রেইনকোট শিশুকে বৃষ্টি থেকে বাঁচায়।

এছাড়াও বাইরে যাওয়ার সময় শিশুর জন্য এক সেট বাড়তি কাপড় সাথে রাখা উচিত যেন যখন তখন বৃষ্টিতে শিশুর পোশাক বদলে নেওয়া যায়।

ভেজা ডায়াপার এড়িয়ে চলা

বর্ষাকালে ভেজা ডায়াপার শিশু র‌্যাশ ও অস্বস্তি সৃষ্টি করে। তাই ডায়াপার ভিজে উঠেছে কিনা তা কিছুক্ষণ পর পর দেখে নেওয়া প্রয়োজন।

শিশুকে নিরাপদ ও সুস্থ রাখতে ভেজা ডায়াপার পালটে দিতে হবে। আর হালকা, আরামদায়ক উন্নতমানের এবং রাসায়নিক উপাদান মুক্ত ডায়াপার ব্যবহার করাতে হবে।

শিশুকে শুষ্ক ও র‌্যাশমুক্ত রাখতে দীর্ঘ শোষণ ক্ষমতা সম্পন্ন ডায়াপার ব্যবহার করতে হবে। অস্বস্তি ও ভেজাভাব কমাতে ডায়াপার র‌্যাশ ক্রিম ব্যবহার করা যেতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন