‘ভালোবাসার মন্ত্রণালয়’ নিয়ে আসছেন ফারুকী
বণিক বার্তা
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১৩:০০
দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার একাধিক নাটক ও সিনেমা পেয়েছে দর্শকপ্রিয়তা। আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে। ফারুকীর ভক্তরা অপেক্ষায় থাকেন তার নতুন নির্মাণ নিয়ে। তবে বেশ কিছুদিন ধরেই তার নতুন কিছু আসছেন না। তবে নতুন খবর হলো কাজে ফিরছেন ফারুকী। নতুন নির্মাণের চমক নিয়ে আসছেন এ জনপ্রিয় পরিচালক। এবারে তিনি আসছেন ‘ভালোবাসার মন্ত্রণালয়’ নিয়ে যেখানে থাকবেন ১২জন মন্ত্রী।
দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ১২টি সিনেমা বানানো হয়েছে ফারুকীর তত্ত্বাবধানে। আর পুরো প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ (ভালোবাসার মন্ত্রণালয়)। যেগুলো নির্মাণ করেছেন ১২ জন নির্মাতা। এ সিনেমাগুলোতে ১২ জন মন্ত্রীর চরিত্র রয়েছে।