কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রসব-পরবর্তী বিষণ্ণতায় আবেগে পরিবর্তন

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১০:৪৯

প্রসব-পরবর্তী বিষণ্ণতা হলো নতুন মায়েদের এক ধরনের মানসিক সমস্যা, যা সাধারণ বিষণ্ণতার পর্যায়ে থাকে না। এ অবস্থায় শারীরিক (রাসায়নিক), আবেগীয় এবং আচরণগত অনেক পরিবর্তন ঘটে। ডিএসএম-৫ অনুযায়ী, এটি একটি মানসিক সমস্যা, যা কিনা সন্তান প্রসবের চার সপ্তাহের মধ্যে পরিলক্ষিত হয়। যদিও এর নির্দিষ্ট সময়সীমা নেই।


বরং বিষণ্ণতার তীব্রতার ওপর নির্ভর করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক তথ্য থেকে জানা যায় যে প্রায় ১০ শতাংশ নারী গর্ভাবস্থায় এবং ১৩ শতাংশ নারী সন্তান জন্মের পর বিষণ্ণতা ভোগে।


উপসর্গ


* বেশির ভাগ সময়ই বিষণ্ণ থাকা, সহজেই বিরক্ত হওয়া,  অতিসংবেদনশীলতা।


* সব কিছুু অতিরিক্ত মনে হওয়া, হতাশ লাগা, নিরাশ লাগা।


* দুঃখ, অসহায় বা অপরাধবোধের মতো নেতিবাচক অনুভূূতি। নিজেকে খারাপ মা মনে করা।


* অবসাদগ্রস্ততা ও দুর্বল লাগা।


* ঘন ঘন আবেগের পরিবর্তন।


* কান্না বা কান্নার ভাব হওয়া বা কোনো কারণ ছাড়াই কান্না পাওয়া।


* মনঃসংযোগের অভাব, সিদ্ধান্তহীনতায় ভোগা।


* পছন্দের কাজগুলো অপছন্দ হতে থাকা।


* দুশ্চিন্তা করা, রেগে যাওয়া।


* স্মৃতিশক্তির সমস্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও