৬ লাখের ফুটবলার হাঁকাচ্ছেন ৪০ লাখ!
ক্লাব ছুটছে খেলোয়াড়দের পেছনে আর খেলোয়াড়রা ছুটছেন টাকার পেছনে। দেশের ঘরোয়া ফুটবলের চিত্রটা বর্তমানে এমনই! নতুন তারিখ নির্ধারণের পর চার দিনে গড়াল পেশাদার লিগের দল বদলের। কিন্তু তার আগ থেকেই নতুন মৌসুমের জন্য ঘর গোছানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বড় ক্লাবগুলো। জাতীয় দলের খেলোয়াড়রাও নিজেদের ঠিকানা খুঁজে পেয়েছেন। এমন অবস্থায় দেখা দিয়েছে ভালো মানের ফুটবলারের সংকট। তাই উপায় না দেখে মাঝারি মানের ফুটবলারদের খুঁজছে ছোট-বড় অনেক ক্লাব। তাতেই পড়তে হয়েছে নতুন সংকটে।
বেশ কয়েকটি ক্লাব সূত্রে জানা গেছে, যাদের সঙ্গে ৫ কিংবা ৬ লাখ টাকার চুক্তি ছিল; নতুন মৌসুমের জন্য তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে পড়তে হয়েছে বিপত্তিতে। অন্য একটি ক্লাব থেকে ৪০ লাখ টাকার প্রস্তাব পেয়েছেন জানিয়ে ওই খেলোয়াড় তাদের বলেন, ৫০ লাখের ওপরে হলে আলোচনা করতে। মাঠের পারফরম্যান্সে আহামরি কিছু না করলেও বাজারদরে সেই ফুটবলারদের দাম উঠেছে ৩০ লাখের ওপরে। ইতোমধ্যে তাদের কেউ কেউ চুক্তির আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন।