মিয়ানমারে জান্তার শেষ রক্ষা হবে কি?

সমকাল সেবাস্তিয়ান স্ট্র্যাজিও প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ০০:৩১

মিয়ানমারের সামরিক জান্তা দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে। এর মাধ্যমে জান্তা সরকার আবারও নির্বাচন বিলম্বিত করছে। এর আগে সামরিক সরকার এ বছরের শেষে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিল। সোমবার রাজধানী নেপিদোতে দেশটির জান্তা সরকারের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের (এনডিএসসি) এক বৈঠক বসে। সেখানেই তারা জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।


এনডিএসসির ঘোষণার বিস্তারিত প্রকাশ হয় মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে। সেখানে বলা হয়, কয়েকটি কারণে মিয়ানমারের নির্বাচন স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে তারা ‘নিরাপত্তা’র বিষয়টি যেমন গুরুত্ব দিয়ে ভেবেছে, তেমনি সামরিক শাসন প্রত্যাখ্যান করে সরকারের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালনার ছুতোও হাজির করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও