মার্কিন রাষ্ট্রদূতের আচরণ চরম ঔদ্ধত্যপূর্ণ: ওয়ার্কার্স পার্টি

সমকাল তোপখানা, পল্টন প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১৯:৩১

বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে মার্কিন রাষ্টদূতের আচরণকে চরম ঔদ্ধত্যপূর্ণ বলে উল্লেখ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, মার্কিন রাষ্ট্রদূতের এই আচরণ সীমা অতিক্রম করেছে। সর্বশেষ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনায় বাংলাদেশের নির্বাচন কমিশনের ক্ষমতা ও তাদের গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে মার্কিন রাষ্ট্রদূত যেভাবে প্রশ্ন করেছেন, সেটা জবাবদিহি চাওয়ার সামিল।


যেকোনো বিচারেই তাঁর এই আচরণ চরম ঔদ্ধত্যপূর্ণ ও অগ্রহণযোগ্য।বুধবার রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সভায় এসব কথা বলা হয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরূল আহসান, মুস্তফা লুৎফুল্লাহ, হাজী বশিরুল আলম, জ্যোতি শংকর ঝন্টু, আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও