ধূম্রজালে থাকতে চান না কেউ
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একাধিক মঞ্চে বলেছেন, ফিট থাকলে তামিম ইকবালই ওয়ানডে অধিনায়ক। কিন্তু তামিমের ফিট হয়ে খেলায় ফেরার বিষয়ে কিছুটা সংশয়েও আছেন তিনি। ইংল্যান্ড থেকে উন্নত চিকিৎসা নিয়ে সোমবার দেশে ফিরেছেন বাঁহাতি এ ওপেনার। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। তামিম হয়তো নিজের অবস্থান জানাবেন সেখানে। এশিয়া কাপ থেকে খেলায় ফিরতে চান কিনা, ফিরলে অধিনায়ক থাকবেন কিনা– বিসিবি চায় এ সিদ্ধান্ত দুটি তামিমের কাছ থেকে আসুক। বিশেষ করে নেতৃত্বের বিষয়ে ধূম্রজালে থাকতে চায় না কেউ।
জাতীয় দলের অন্দরমহলের পরিবেশ নিয়ে তামিমের যত খটকা তা অধিনায়কত্বের কারণে। তিনি ক্রিকেটারদের যেভাবে দেখতে চান, সেভাবে হয়তো সাড়া পাচ্ছেন না। অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও কোমরের ব্যথামুক্ত হয়ে কবে খেলায় ফিরতে পারবেন তামিম নিজেও তা জানেন না। এশিয়া কাপ দিয়ে ফিরলে টানা খেলতে পারবেন কিনা, সে নিশ্চয়তা বিশেষজ্ঞ চিকিৎসকরাও দিতে পারেননি। বিসিবি পরিচালক ও নীতিনির্ধারকদের একটা বড় অংশ মনে করেন, তামিম খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নেতৃত্বের চাপ সামলাতে না পেরে।