রংপুরে প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে: নানক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে রূপ নেবে। এটি হবে স্মরণকালের বৃহত্তম জনসভা। জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে।
আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি বলেই এই কর্মসূচি হাতে নিয়েছি। এই জনসভা নির্বাচনি জনসভা। এর মধ্য দিয়ে আমাদের ক্যাম্পেইন শুরু হলো।’ মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের উন্নয়ন ঘিরে জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন উল্লেখ করে নানক বলেন, ‘এর মধ্য দিয়ে এই অঞ্চলের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।’