নাইজার থেকে ইউরোপীয়দের সরিয়ে নেওয়ার উদ্যোগ
নাইজার থেকে ইউরোপীয় নাগরিকদেরকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। মঙ্গলবার (০১ আগস্ট) নাইজার থেকে ফরাসি নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউরোপীয়দের সরিয়ে নেওয়ার কাজে নেতৃত্ব দেবে ফ্রান্স। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রবিবার আমাদের দূতাবাসের হামলা হয়েছে। আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ফ্রান্স তার নাগরিক ও ইউরোপীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার থেকেই নাগরিকদেরকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে।