রাশিয়ার চলচ্চিত্র উৎসবে ‘সাঁতাও’

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৭:৪৩

রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে’ মনোনীত হয়েছে ‘সাঁতাও’। গণ-অর্থায়নে সিনেমাটি নির্মাণ করেছেন খন্দকার সুমন।


আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজান শহরে উক্ত উৎসবের ‘রাশিয়া-দ্যা ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে ‘সাঁতাও’ প্রদর্শিত হবে।


তাতারিস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানভ এবং রাশিয়ার সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সহযোগীতায় উৎসবটি অনুষ্ঠিত হবে। এই বছর ‘রাশিয়া- দ্যা ইসলামিক ওয়ার্ল্ড’ বিভাগে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক, রাশিয়া ও উজবেকিস্তান এই নয়টি দেশের দশটি সিনেমা মনোনীত হয়ছে। ‘সাঁতাও’ চলচ্চিত্রের নির্মাতা খন্দকার সুমন বলেন, এমন একটি মর্যাদাপূর্ণ উৎসবে আমার প্রথম চলচ্চিত্র মনোনীত হওয়ায় আমি খুব আনন্দিত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও