![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-08%2F0034c68e-40b3-4cd9-9b6b-dce9e6313220%2Fhimel_ashraf_surongo_010823_01.jpg?rect=0%2C0%2C640%2C360&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
‘সুড়ঙ্গ’ দেখে চোখে আরাম পেয়েছেন ‘প্রিয়তমা’ নির্মাতা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ১৭:৪৫
ঈদে মুক্তি পাওয়া অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দেখে দারুণ মুগ্ধ হয়ে পুরো টিমকে ‘টুপি খোলা’ অভিনন্দন জানিয়েছেন একই সময়ে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমার নির্মাতা হিমেল আশরাফ।
‘পরাণ-দামাল’ সিনেমার পরিচালন রায়হান রাফীর নির্মাণে সুড়ঙ্গ সিনেমাটি চোখের আরাম দিয়েছে বলে হিমেল আশরাফর মন্তব্য।
কোরবানির ঈদে মুক্তি পাওয়া পাঁচটি ঢাকাই সিনেমার মধ্যে সাড়া ফেলা সিনেমা হল নিশো-তমা মির্জার ‘সুড়ঙ্গ’ এবং ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’।
ঈদ শেষে কয়েক সপ্তাহ পেরিয়েও দেশের হলে চলছে সিনেমা দুটি। দেখানো হচ্ছে দেশের বাইরেও।