রক্তশূন্যতায় ভুগছেন কিনা বুঝবেন কীভাবে?
দেশ রূপান্তর
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১৬:৩০
বিভিন্ন কারণে বিভিন্ন সময় মানুষের শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে। শরীরে রক্তশূন্যতা হওয়া খুবই সাধারণ ব্যাপার। পুরুষের তুলনায় নারীদের মধ্যে রক্তশূন্যতা বেশি দেখা যায়।
রক্তশূন্যতা কোন অসুখ না হলেও অনেক সময় কোন বড় অসুখের লক্ষণ হয়ে দাঁড়ায় এই রক্তশূন্যতা। এ ছাড়া শরীরে রক্তের অভাব সময়মতো দূর করা না গেলে শারীরিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই সব সময় রক্তশূন্যতা আছে কিনা সতর্ক থাকা প্রয়োজন।
রক্তশূন্যতা কি?
সাধারণত মেডিকেল টার্মে রক্তশূন্যতাকে অ্যানিমিয়া বলা হয়। রক্তে লোহিত রক্ত কণিকা (RBC) বা হিমোগ্লোবিন স্বাভাবিক সংখ্যার চেয়ে কমে গেলেই অ্যানিমিয়া দেখা দেয়। মানুষের রক্তে হিমোগ্লোবিন বারোর নিচে নেমে গেলে তাকে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বলা হয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- রক্তশূন্যতা
- দেহে রক্তশূন্যতা