প্রতি চ্যাটে কতটুকু পানি খরচ করে চ্যাটজিপিটি?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১৬:১৩

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট হচ্ছে চ্যাটজিপিটি। এটি চালু করেছে ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। গতবছর নভেম্বরে যাত্রা শুরু করে এটি। জানলে অবাক হতেই পারেন, প্রতি চ্যাটে আধা-লিটার পানি খরচ করে এই চ্যাটবট।


বিশেষজ্ঞরা বলছেন, দিনে দিনে মানুষের জায়গা দখল করবে এটি। কিন্তু এআই টুলের প্রভাবে যে পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে তা অনেকেই জানেন না। 


ইতোমধ্যে বিশ্বের অনেক দেশ পানি সংকটে ভুগছে। যেখানে এক গ্লাস পানি সহজে পাওয়া দুর্লভ সেখানে প্রতি কথোপকথনে ৫০০ মিলিলিটার পানি খরচ করছে চ্যাটজিপিটি। তাহলে প্রতি মিনিটে কতটুকু পানি খরচ হচ্ছে?


চ্যাটজিপিটির এই খবর শুনে অবাক পরিবেশবিদরা। চ্যাটজিপিটি প্রশিক্ষণের পেছনে যে শক্তি খরচ হয় তা জানতে সম্প্রতি একটি গবেষণা করা হয়। মেকিং এআই রেস থার্স্টি নামে একটি পেপারে প্রকাশ করা হয় সেই তথ্য।


এই গবেষণায় দাবি করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট স্টেট অফ দ্য আর্ট ডেটা সেন্টারে চ্যাটজিপিটি প্রশিক্ষণের পেছনে ৭,০০,০০০ লিটার পানি খরচ হয়। এই সংখ্যা এশিয়ার ডেটা সেন্টারগুলোতে তিনগুণ বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও