কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়াতে মরিয়া ব্যবসায়ীরা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১২:০৪

দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাকখাত থেকে। এ খাতে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ প্রায় ৮২ শতাংশ। সম্প্রতি নানা সমস্যায় ইউরোপের প্রধান কয়েকটি বাজারে রপ্তানি কিছুটা নিম্নমুখী। এতেই নড়েচড়ে বসেছেন পোশাকখাতের উদ্যোক্তারা। তারা প্রতিষ্ঠিত বাজারের সঙ্গে অপ্রচলিত বাজার ধরতে মরিয়া। বিশেষ করে অস্ট্রেলিয়া-জাপানের মতো বাজারগুলো।


অপ্রচলিত রপ্তানি বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে নিয়মিত আলোচনা হচ্ছে। সরকারও বিভিন্নভাবে সব পণ্য রপ্তানির ক্ষেত্রেই অপ্রচলিত বাজার খুঁজতে তাগাদা দিচ্ছে। সফলতাও আসতে শুরু করেছে। ২০৩২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এ সিদ্ধান্তে দুই দেশই লাভবান হবে বলে মনে করেন পোশাকখাতের উদ্যোক্তারা। অন্যদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআইও পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে অপ্রচলিত বাজারগুলো ধরতে বাণিজ্যিক কার্যক্রম জোরদারের কথা বলছে।


বিজিএমইএ ও ইপিবি সূত্র জানায়, ইউরোপের কয়েকটি বড় বাজারে পোশাক রপ্তানি কমলেও অপ্রচলিত বাজারে ভালো প্রবৃদ্ধি ধরে রেখেছে পোশাকখাত। অপ্রচলিত বাজারে দেশের পোশাক রপ্তানি ৩১ দশমিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রধান অপ্রচলিত বাজারের মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতে রপ্তানি অতিক্রম করেছে এক বিলিয়ন ডলারের মাইলফলক। মোট পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের অংশ ২০২২-২৩ অর্থবছরে ১৭ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে এ প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৯৬ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও