কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌহার্দ্য, শিষ্টাচার না কৌশল?

জাগো নিউজ ২৪ প্রভাষ আমিন প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ১১:২২

বিএনপি এখন সরকার পতনের এক দফা আন্দোলনে আছে। তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কথা বললেও আন্দোলন যে সবসময় শান্তিপূর্ণ থাকবে না, সে আশঙ্কা করছিলেন অনেকেই। আশঙ্কা সত্যি হতে সময় লাগলো না। ২৯ জুলাই ঢাকার প্রবেশপথগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে আবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির নেতাকর্মীরা। অনেকে আহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন।


আবার গাড়িতে আগুন শঙ্কিত করেছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। ২৮ জুলাই মহাসমাবেশ থেকে পরদিনই রাজধানীর প্রবেশপথে অবস্থান ধর্মঘটের কর্মসূচিতে অবাক হয়েছেন অনেকেই। বিএনপি আসলে আন্দোলনের মোমেন্টাম ধরে রাখতে দেরি করেনি। তাছাড়া তাদের ভাবনায় ছিল মহাসমাবেশে আসা নেতাকর্মীদের দিয়েই অবস্থান কর্মসূচি সফল করতে। যথারীতি বিএনপির পাল্টা হিসেবে আওয়ামী লীগও রাজধানীর প্রবেশপথগুলোতে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। তবে রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনে পুলিশের অনুমতি পায়নি বিএনপি বা আওয়ামী লীগ কেউই। অনুমতি না পেলেও কর্মসূচিতে অটল থাকে বিএনপি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও