জীবন দিয়ে হলেও গণতন্ত্র রক্ষা করব: বাহাউদ্দিন নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, প্রয়োজনে জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও গণতন্ত্র রক্ষা করব। বাংলাদেশ আজ আত্মমর্যাদায় উদ্ভাসিত। শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ স্বস্তি পায়, সাহস পায়।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর শহরের লেকেরপাড়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনার কাছে যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশের প্রতিটি মানুষ নিরাপদ থাকবে। শেখ হাসিনার নেতৃত্বেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। অন্য রাজনৈতিক দল নির্বাচনে এসে জনমত যাচাই করে দেখুক। হুমকি দিয়ে নির্বাচন বানচাল করার কোনো সুযোগ দেওয়া হবে না। এটিই আওয়ামী লীগের শপথ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে
১ বছর, ১ মাস আগে