কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাইক্রোসফটের ‘বিং চ্যাট’ ব্যবহার করা যাবে ক্রোম ও সাফারি ব্রাউজারে

প্রথম আলো প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ২০:৩৩

মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত (এআই) চ্যাটবট ‘বিং চ্যাট’ যুক্ত হচ্ছে গুগল ক্রোম ও সাফারি ব্রাউজারে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও গোপনে কাজ শুরু করেছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে গুগল ক্রোম ও সাফারি ব্রাউজারের নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারবেন।


উইন্ডোজ লেটেস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ক্রোম ও সাফারি ব্রাউজারে বিং চ্যাট যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। তবে এ দুটি ব্রাউজারে বিং চ্যাট ব্যবহারে কিছু সীমাবদ্ধতাও থাকবে। এ বিষয়ে মাইক্রোসফটের কমিউনিকেশনস ডিরেক্টর ক্যাটলিন রাউলস্টন জানিয়েছেন, অন্য ব্রাউজারেও বিং চ্যাট ব্যবহার করা যাবে। পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে ক্রোম ও সাফারি ব্রাউজারে এ সুবিধা চালুর জন্য কাজ চলছে।


প্রতিবেদনটিতে বলা হয়েছে, যেসব ক্রোম ব্রাউজার ব্যবহারকারী প্রাথমিকভাবে বিং চ্যাট পরখ করার সুযোগ পাবেন, তাঁরা উইন্ডোজ ১০ অথবা উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের টাস্কবারে একটি পপআপ বার্তা দেখতে পারবেন। চ্যাটটি স্বয়ংক্রিয়ভাবে ডার্ক মোডে চালু হবে। পরে সুবিধা অনুযায়ী ডার্ক মোড পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও