দুর্নীতি মামলায় খালেদাসহ ১৫ আসামির অভিযোগ গঠনের শুনানি ২৯ আগস্ট
চ্যানেল আই
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ১৯:১০
গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেড (গ্যাটকো) দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার (৩০ জুলাই) ঢাকার-৩ বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এই সময় তিন আসামির পক্ষে তাদের আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপর আসামিদের পক্ষে শুনানি শেষ না হওয়ায় ২৯ আগস্ট পরবর্তী শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। এতে আসামি করা হয় চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়।