সপ্তাহের ব্যবধানে হালিতে ৮ টাকা বেড়েছে ডিমের দাম

জাগো নিউজ ২৪ রাজশাহী প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩, ১১:১৪

রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে হালিপ্রতি ডিমের দাম ৮ টাকা বেড়েছে। গত সপ্তাহের ৪০ টাকার লাল ডিম বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। একইভাবে ৩৬ টাকার সাদা ডিম বিক্রি হচ্ছে ৪৪ টাকায়।


বিক্রেতাদের দাবি, ঈদের পর ডিমের চাহিদা কম ছিল। তাই দামও কমে গিয়েছিল। তখন ডিমের হালি বিক্রি হয়েছে ৩৪-৩৬ টাকায়। চাহিদা কমে গেলে দাম আবারও কমে যাবে।


নগরীর সাহেব বাজারের পাইকারি ডিম বিক্রেতা রমজান আলী বলেন, খামার থেকে বেশি দামে ডিম কিনতে হচ্ছে। ঈদের আগে ৩০-৩২ টাকা হালিতে ডিম কিনেছি। এখন সেই ডিম কিনতে হচ্ছে ৪২-৪৪ টাকায়। বেশি দামে কিললে তো বেশি দামেই বেঁচেতে হবে।


সাগরপাড়া এলাকার মুদি দোকানি লালন উদ্দিন বলেন, গত সপ্তাহে ১০০ সাদা ডিম ৯০০ টাকায় কিনেছিলাম। কয়েকদিনের ব্যবধানে তা হাজার ছাড়িয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও