কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রিজার্ভের গ্রস-নিট হিসাবে ডলারের গড়মিল

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে ২ কোটি ৪৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের গড়মিল হিসাব দেওয়া হয়েছে। ২৬ জুলাইয়ের লেনদেনের হিসাব শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ১৯ জুলাই থেকে ২৬ জুলাই এক সপ্তাহ সময়ে নিট রিজার্ভ খরচ হয়েছে ১৪০ দশমিক ৪৮ মিলিয়ন ডলার বা ১৪ কোটি ৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর গ্রস রিজার্ভের খরচ দেখানো হয়েছে ১৬৫ দশমিক ১৬ মিলিয়ন ডলার বা ১৬ কোটি ৫১ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে প্রতিদিনই ডলার বিক্রি ও ক্রয় করে থাকে। সে হিসাবে প্রতি সপ্তাহে ডলারের নতুন পরিমাণ তৈরি হয়। ডলার কেনা-বেচার পর সপ্তাহান্তে একই পরিমাণ কমবে বা বাড়বে। কিন্তু গ্রস রিজার্ভে বেশি খরচ দেখানো হয়েছে, নিট রিজার্ভে কম খরচ দেখানো হয়েছে। এর ফলে সাপ্তাহিক ‍নির্বাচিত সূচকের নিট রিজার্ভে প্রায় আড়াই কোটি ডলার বেশি দেখানো হয়েছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের গ্রস হলো মোট রিজার্ভ থেকে গঠন করা বিভিন্ন তহবিলের অর্থসহ দেখানো হিসাব, যা এতদিন বাংলাদেশ ব্যাংক দেখাত। অন্যদিকে নিট রিজার্ভ হলো গঠন করা বিভিন্ন তহবিলের অর্থ বাদ দেওয়া হিসাব। আইএমএফ-এর নির্দেশনা অনুযায়ী নিট রিজার্ভই প্রকৃত রিজার্ভ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে কোনো তহবিল গঠন করা হলে তা রিজার্ভের হিসাব থেকে বাদ দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন