থ্রেডস ছেড়ে চলে গেছে অর্ধেকের বেশি ব্যবহারকারী
‘টুইটার প্রতিদ্বন্দ্বী’ হিসাবে আসা থ্রেডসের সাড়া জাগানো উন্মোচনের কয়েক সপ্তাহের মধ্যে অর্ধেকের বেশি ব্যবহারকারী অ্যাপ ছেড়ে চলে যাওয়ার পর এবার ব্যবহারকারী ‘ধরে রাখার দিকে’ মনযোগ দিচ্ছে মেটা।
বৃহস্পতিবার কর্মীদের বিষয়টি জানিয়েছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ। কোম্পানির নিজস্ব টাউন হল সভায় জাকারবার্গের দেওয়া বক্তব্যের একটি অডিও রেকর্ডিং শুনেছে রয়টার্স। এতে তিনি বলেন, টেক্সটভিত্তিক অ্যাপটির ব্যবহারকারী ধরে রাখার সক্ষমতা নির্বাহীদের প্রত্যাশার চেয়ে ভাল হলেও তা ‘একেবারে নিখুঁত’ ছিল না।
“অবশ্যই, যদি আপনার কাছে ১০ কোটির বেশি লোক সাইন আপ করে তাদের অর্ধেকও যদি এতে থেকে যান, সেটাকে দুর্দান্তই বলতে হবে।” --বলেন তিনি।
তবে আমরা এখনও সেটা অর্জন করিনি।”
জাকারবার্গ বলেন, তিনি এই পতনকে ‘স্বাভাবিকভাবেই’ নিয়েছেন। আর তিনি আশা করেন, কোম্পানি অ্যাপে আরও ফিচার যোগ করলেই ব্যবহারকারী ধরে রাখা যাবে। এর মধ্যে রয়েছে ডেস্কটপ সংস্করণ ও সার্চ ইঞ্জিন সুবিধার বিষয়টিও।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কমেছে
- ব্যবহারকারীর সংখ্যা
- থ্রেডস