You have reached your daily news limit

Please log in to continue


নারায়ণগঞ্জ পুলিশ বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ আটক ৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চিটাগাং রোডে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ এবং পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।

এ সময় বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে সিদ্ধিরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ আহত হয়েছেন ছয় পুলিশ সদস্য। শনিবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২ টায় এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধদের মধ্যে ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটুর চোখে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত অবস্থায় আছেন। বাকি গুলিবিদ্ধদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আটকরা হলেন-মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার প্রধান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানসহ পাঁচ জন। জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, আমরা জনগণের জানমালের রক্ষায় যা দরকার তাই করব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন