ফতুল্লায় অটোরিকশা তৈরির কারখানায় বিস্ফোরণ, আহত ১৫

বাংলা নিউজ ২৪ ফতুল্লা প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩, ১১:৫১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় অটোরিক্সা তৈরির কারখানায় ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১৫ জন।


শনিবার (২৯ জুলাই) সকালে ফতুল্লার ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। মুহূর্তেই কারখানাটির চারপাশের দেয়ালসহ ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে গুরুতর আহত ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ফতুল্লার কাশীপুরের হাসান (৩০), কাউসার (২৫), মো রানা (৩৫), টিটু (৩৭), সাফো (৫৫), আলী আকবর (২৪), আব্দুল আলী (অজ্ঞাত), আব্দুর রাজ্জাক (৩৯), মোরশেদ (৫৩), মিনু (৪৮), তাহের দেওয়ান (অজ্ঞাত)। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আনুমানিক সাড়ে ৯ টায় আমরা ফোন পাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও