![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1x867781%2Fuploads%2Fmedia%2F2023%2F07%2F29%2Framos-messi-d932bdf036dddde374a54daa9efd7093.jpg%3Fwatermark%3Dmedia%252F2023%252F07%252F11%252F1200x80-7609453501fff956e809cc3e939dd2b6.png)
আমেরিকান ফুটবলে ফিরছে রামোস-মেসির প্রতিদ্বন্দ্বিতা!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩, ১১:১৭
লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতোই আগুন-বারুদে প্রতিদ্বন্দ্বিতা ছিল সার্জিও রামোস ও লিওনেল মেসির। পরে নিয়তি তাদেরকে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে বাধ্য করে। পিএসজিতে দুই বছর এক জার্সিতে খেলেছেন তারা।
একই সঙ্গে প্যারিসও ছেড়েছেন। কিন্তু মেসি দল পেলেও রামোসের ভাগ্য নির্ধারণ হয়নি। শোনা যাচ্ছে, আমেরিকান ফুটবলে আবার ফিরছে তাদের প্রতিদ্বন্দ্বিতা।মেসি চুক্তি করেছেন মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে। দেশের ক্লাব ফুটবলের আকর্ষণ বাড়াতে এবার রামোসকে আনার উদ্যোগ নিয়েছে লস অ্যাঞ্জেলস এফসি ।পিএসজি ছাড়ার পর থেকে ফ্রি এজেন্ট রামোস।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে