আমিনবাজারে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়ন
সাভার (ঢাকা): রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজার বিএনপি ও যুবলীগের অবস্থান কর্মসূচি থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী লেনে আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে পুলিশের এই উপস্থিত দেখা গেছে।
২০ জন করে পাঁচ প্লাটুন পুলিশ সদস্য রয়েছে। এছাড়া এপিসি বুলেট প্রুফ একটি সাদা রঙের সাঁজোয়া যান দাঁড়িয়ে রয়েছে। তবে দুই দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহ বাংলানিউজকে বলেন, আমরা সকল বিষয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছি। যে কোনো ধরনে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে