উত্তেজিত রাজধানীর দুটি সমাবেশ

সমকাল এহসান মাহমুদ প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩, ০২:০০

শুক্রবার ঢাকার আকাশের অবস্থা ভালো করে খেয়াল করলে দেশের রাজনৈতিক পরিস্থিতিও কিছুটা আন্দাজ করা যেত বৈকি! রোদ, বৃষ্টি, মেঘ আর সূর্যের লুকোচুরি দিনভর বেশ রহস্যময় আচরণ করেছে।


ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর ১টা ৫০ মিনিট। ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে তোপখানা রোড ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। গন্তব্য বায়তুল মোকাররমের দক্ষিণ গেট– আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’। সেগুনবাগিচার ‘চিটাগাং হোটেল’-এর সামনে আসতেই থামতে হলো। জটলা পাকানো লোকজন একটি বড় আকারের মাইক্রোবাস ঘিরে লাইনে দাঁড়ানোর চেষ্টা করছেন। সবার মাথায় কমলা রঙের ক্যাপ। কাছে গিয়ে জানা গেল, এরা সবাই চাঁদপুর থেকে এসেছেন; যোগ দেবেন বিএনপির নয়াপল্টনের এক দফার মহাসমাবেশে। অল্প সময়েই দেখা গেল লাইনের গোড়ার দিকে যারা রয়েছেন, তারা খাবারের প্যাকেট হাতে নিয়ে ফিরছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও