বিশ্বের সবচেয়ে উষ্ণ মাস জুলাই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ১৯:০৭

প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে বিশ্বের সবচেয়ে উষ্ণ মাসের রেকর্ড গড়তে চলেছে জুলাই। মাস এখনও শেষ হয়নি। তার আগেই বিজ্ঞানীরা এই পূর্বাভাস দিয়েছেন।


আজ পর্যন্ত বিশ্বে এবারের জুলাইয়েই এত বেশি গরম দেখা গেছে যে, বিজ্ঞানীরা এরকম নিশ্চিত এমাসের তাপমাত্রা ২০১৯ সালের রেকর্ড ভেঙে দেবে। যদিও মাস শেষ হতে এখনও দিন তিনেক বাকি।


জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, “বিশ্ব এখন গ্লোবাল বয়েলিংয়ের যুগে প্রবেশ করেছে। জুলাই যে উষ্ণতম মাস তা জানার জন্য মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে না।”


মূলত জীবাশ্ম জ্বালানির ব্যবহারই যে এই অতিরিক্ত গরমের কারণ সে ব্যাপারে একমত বিজ্ঞানীরা।


জুলাই যে সাম্প্রতিক রেকর্ড ভেঙে দেবে তার আলামত দেখা গেছে কয়েক সপ্তাহেই। বিশ্বজুড়েই দেখা গেছে তীব্র তাপপ্রবাহ। গ্রিসে দেখা গেছে ভয়বাহ দাবানল। হাজার হাজার পর্যটক সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে। চীনের উত্তর-পশিচমাঞ্চলে জাতীয় রেকর্ড ভাঙা তাপমাত্রা দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও