কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কলকাতায় তথ্যমন্ত্রী: কাঁটাতার আমাদের হৃদয় ও নাড়ির বন্ধন ছিঁড়তে পারেনি

পঞ্চমবারের মতো কলকাতায় শুরু হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এবারও উৎসবটির আয়োজন করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় কলকাতার নন্দন-১ প্রেক্ষাগৃহে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সীমান্তের কাঁটাতার বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গকে বিভক্ত করলেও, আমাদের হৃদয় ও নাড়ির বন্ধন ছিন্ন করতে পারেনি। একই মাটির গন্ধ, একই নদীর জল, একই পাখির কলতান, একই মেঘমালার বৃষ্টি, একই সংস্কৃতিতে আমাদের জীবন।’

তথ্যমন্ত্রী মনে করেন, দুই বাংলার চলচ্চিত্রকারেরা একসঙ্গে কাজ করলে বাংলা চলচ্চিত্র বিশ্ব অঙ্গন দখল করবে। তার ভাষ্য, ‘চলচ্চিত্র এমন একটি মাধ্যম, যা দেখে শত শত বছরের আগের অবস্থা জানা যায়, আবার ভবিষ্যতের ছবিও আঁকা যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন