সোনামসজিদ স্থলবন্দরে আমদানি বাড়লেও কমেছে রাজস্ব আয়
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ০৯:৫১
সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪১৮ কোটি ৪৮ লাখ টাকা। মোট আমদানির পরিমাণ বাড়লেও ডলার সংকট ও বন্দর দিয়ে ফলসহ অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি কমায় রাজস্ব আহরণে ঘাটতি বলে দাবি আমদানিকারক, ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের।
বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১০৩৭ কোটি ৪০ লাখ টাকা। বিপরীতে আহরণ হয়েছে ৬১৮ কোটি ৯২ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মোট ৩৫ লাখ ৫৮ হাজার ৮৩৪ মেট্রিক টন পণ্য আমদানি হয়, অন্যদিকে ২২-২৩ অর্থবছরে তা বেড়ে হয় ৩৯ লাখ ৭৭ হাজার ৬০১ মেট্রিক টন। আগের অর্থবছরের তুলনায় গত অর্থবছরে ৪ লাখ ১৮ হাজার মেট্রিক টন পণ্য বেশি আমদানি হলেও রাজস্ব আদায় কমেছে ৩৪৭ কোটি ৮১ লাখ টাকা।