ইনিংস ব্যবধানে জিতে লঙ্কানদের হোয়াটওয়াশ করল পাকিস্তান
প্রথম ইনিংসেই ঠিক হয়ে গিয়েছিল ম্যাচের গতিপথ। লঙ্কানদের অল্প রানে গুটিয়ে রানের পাহাড় গড়ে ম্যাচ মুঠোয় নিয়ে নিয়েছিল বাবর আজমের দল। চরম বিপাকে থাকা অবস্থায় দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। নোমান আলির বাঁহাতি স্পিনে কাবু হয়ে কোন লড়াই জমাতে পারেনি তারা। বিশাল জয়ে তাই সিরিজও নিশ্চিত করল সফরকারীরা।
বৃহস্পতিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে এক দিন আগেই শেষ হলো দ্বিতীয় টেস্ট। তাতে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
শ্রীলঙ্কার ১৬৬ রানের জবাবে ৫৭৬ রান তুলে ইনিংস ছেড়ে জেতার রাস্তা খুঁজে নেয় পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসেও দুশো করতে পারেনি তারা।
অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসের লড়াইয়ের পরও ১৮৮ রানে থেমেছে তারা। এতে দুই টেস্টের সিরিজে ঘরের মাঠে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতিতে পড়ল দিমুথ করুনারত্নের দল। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ধস নামিয়ে ৭০ রানে ৭ উইকেট নেন নোমান।