কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কৃষ্ণনগরের আকাশে কৃষ্ণমেঘের ছায়া

www.kalbela.com আবেদ খান প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ১২:২০

মহারাজ তো সবসময় দরবারে বসেই সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন। কিন্তু কবে এই সিদ্ধান্ত মহারাজ নিলেন এবং আমরা জানলামই না, বুঝতে পারছি না কিছুই—


মন্ত্রী: দেখো গোপাল, তোমার কেন মনে হচ্ছে যে, তোমার সবকিছুই জানতে হবে। তুমি তো মূর্খ মানুষ, পড়াশোনার ব্যাপারটি তো তোমার সঙ্গে যায় না। তাই হয়তো মহারাজ তোমাকে জানাতে বিশেষ উৎসাহ দেখাননি। আর তা ছাড়া বিদেশি সাহেবদের খুশি করতেই তো এই নূতন ব্যবস্থা কৃষ্ণনগরে চালু করতে হয়েছে। এ নিয়ে আমাকে যে কত পরিশ্রম করতে হচ্ছে, তা তো আর তুমি বুঝবে না। যাকগে, বাদ দাও ওসব কথা। তবে শোনো একটা কথা, তোমায় বলে রাখি। মহারাজ কিন্তু এই নির্বাচনের ব্যাপারে আমাকে পুরোপুরি দায়িত্ব দিয়েছেন। এখানে তুমি কিন্তু একদম নাক গলাবে না, বলে দিলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও