আইনজীবী বাপ্পী হত্যা: সাবেক স্ত্রীসহ দুজনের মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন চট্টগ্রাম আদালত পাড়া প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ১৮:২৭

চট্টগ্রাম আদালতের আইনজীবী ওমর ফারুক বাপ্পী হত্যা মামলায় তার সাবেক স্ত্রীসহ দুজনের মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ জুলাই) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালত এই রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাপ্পীর সাবেক স্ত্রী রাশেদা বেগম (২৮) ও পটিয়া থানার শোভনদন্ডী এলাকার হারুনুর রশিদের ছেলে হুমায়ুন রশিদ (২৮)।


যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- বরগুনা জেলার তালতলী থানার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া আকন্দ বাড়ির মনসুর আলীর ছেলে আল আমিন (২৮), নোয়াখালী জেলার সাধুরাম থানার ব্রহ্মপুর এলাকার আন্দার বাড়ির মৃত হাবিবুল্লাহর ছেলে আকবর হোসেন রুবেল প্রকাশ সাদ্দাম (২৩) ও খাগড়াছড়ি জেলার সদর থানার শালবন এলাকার ফিরোজ সরকার বাড়ির হাফিজুল ইসলামের ছেলে পারভেজ আলী (২৪)।অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাকির হোসেন প্রকাশ মোল্লা জাকির নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও