ক্যাম্পে ফিরছেন না সাবিনারা, ধোঁয়াশায় বাফুফে
নারী ফুটবলে জ্বলছে দ্রোহের আগুন। বেতন-ভাতা বৃদ্ধির দাবি না মানলে ক্যাম্পে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নারী ফুটবলাররা।
তবে তাদের এই সিদ্ধান্ত জানেন না বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তাই ধোঁয়াশার মধ্যে রয়েছে বাফুফে। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার পর ছুটিতে গেছেন নারী দলের ফুটবলাররা। আগামী ৩১ জুলাই ছুটি কাটিয়ে ক্যাম্পে ফেরার কথা তাদের। ছুটিতে যাওয়ার আগে নারী ফুটবলাররা নিজেদের দাবি দাওয়া লিখিত আকারে জানিয়ে গেছেন ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের। সাবিনা খাতুনদের এসব চাওয়া অবশ্য পুরোনোই। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বেতন-ভাতা বৃদ্ধি, পুরুষ ফুটবলারদের সমান সুযোগ-সুবিধা, পুষ্টিকর খাবার, উন্নত সরঞ্জামসহ ছয় দফা দাবি জানান তারা। পুরনো এসব চাওয়ার সঙ্গে নতুন করে যোগ হয়েছে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলানোর দাবি। এসব দাবি পূরণ না করলে ক্যাম্পে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সাবিনারা।