‘মেন্টরে কী লাভ হয়?’, প্রশ্ন মাশরাফির

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ১৫:১৪

তামিম ইকবালের অবসর নাটকীয়তা শেষ হওয়ার পর বাংলাদেশের ক্রিকেটে আসে নতুন প্রসঙ্গ। অবসরের ঘোষণার পর তামিমকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


তখন ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। পরে সংবাদমাধ্যমে তামিম জানান, বিশ্বকাপে মাশরাফিকে মেন্টর হিসেবে প্রধানমন্ত্রীর কাছে চাওয়ার কথা।  


এরপর প্রায়ই ঘুরেফিরে আসছে প্রসঙ্গটি। মাশরাফি কি বিশ্বকাপে মেন্টর হিসেব থাকবেন? এমন প্রশ্ন গিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও। তিনি স্পষ্ট করে অবশ্য বলেননি কিছু। এবার এ নিয়ে কথা বলেছেন মাশরাফিও। বুধবার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, এমন কোনো মাইন্ড সেট আপ না থাকার কথা।  


তিনি বলেন, ‘আমার কোনো মাইন্ড সেট-আপ নেই (মেন্টর হওয়ার)। আমি আগেও বলেছি, আমার এরকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। তো আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই। ’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও