You have reached your daily news limit

Please log in to continue


একাধিকবার নভনীতকে চুমু খেতে বাধ্য করেছিলেন আমির

নব্বইয়ের দশকে জনপ্রিয় সিনেমা ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’। আমির-জুহির এই ছবি মুক্তি পর কেটে গেছে প্রায় তিন দশক। সিনেমাটির প্রতিটি গান, সংলাপ আজও সমান জনপ্রিয় দর্শকের কাছে। 

ছবিটি মুক্তির ৩০ বছর পূর্তিতে একগুচ্ছ অজানা তথ্য ফাঁস করলেন অভিনেত্রী নভনীত নিশান। যাকে এই সিনেমায় আমিরের বাগদত্তার চরিত্রে দেখা গেছে।

নভনীতের ক্যারিয়ারের একদম শুরুর দিকের ছবি ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’। আমির খান ও জুহি চাওলার মতো দুই সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ ছিল তার কাছে বিশেষ কিছু। 

কিন্তু অভিনয়ের সময় প্রচণ্ড নার্ভাস ছিলেন নভনীত। সিনেমার একটি দৃশ্যের শ্যুটিংয়ের কথা স্মরণ করে নভনীত জানান, গল্প অনুসারে সিনেমায় আমিরের সঙ্গে বাগদান সম্পন্ন হওয়ার পরে তার গালে চুমু খাওয়ার কথা ছিল অভিনেত্রীর। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন