আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন, নিশ্চিত হতে পারছেন না কাফু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ১৬:৫৮

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল খুব করে চায় কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে। এজন্য তারা আরও এক বছর অপেক্ষা করতেও রাজি। দেশটির ফুটবল ফেডারেশন তাকে পাওয়ার ব্যাপারে একরকম নিশ্চিত হলেও এখনও প্রকাশ্যে ইতিবাচক সাড়া দেননি এই ইতালিয়ান কোচ। বিষয়টি তাই ভালো লাগছে না কাফুর৷ ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব আদৌ আনচেলত্তি নেবেন কিনা, সেটা নিয়েই সন্দিহান দেশটির বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার।


চলতি মাসে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজ গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী বছরের ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকা থেকেই জাতীয় দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি।


তবে এই ব্যাপারে সরাসরি কখনোই কিছু বলেননি আনচেলত্তি। বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা এই কোচ বরাবর বলে আসছেন, ২০২৪ সালে চুক্তির মেয়াদের শেষ পর্যন্ত রিয়ালের ডাগআউটেই থাকবেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও