যেসব কারণে মাথা ঘোরে
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ১৬:৫৩
বয়স যত বাড়তে থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও তত কমতে থাকে। দেখা দিয়ে থাকে নানা ধরনের রোগ। এর মধ্যে মাথা ঘোরা রোগ একটি। একটু বয়স হলেই এ সমস্যায় ভুগে থাকেন অনেকেই। মাথা ঘোরা বা ভার্টাইগো হলো এমন একটি অবস্থা যেখানে মনে হয় আক্রান্ত ব্যক্তি নিজেই ঘুরছেন বা তার চারপাশ ঘুরছে। মাথা তুলতে পারেন না অনেকেই। সঙ্গে থাকে বমি বমি ভাব ও বমি। অনেকের ক্ষেত্রে শরীর থেকে ঘাম বের হতে থাকে। চোখের নড়াচড়াও বেশ অসংলগ্ন হতে পারে। মাথাঘোরার অনেক কারণ রয়েছে। আসুন, জেনে রাখি কী কী কারণে এ সমস্যা হয়।
বিনাইন প্যারোক্সিসমাল পজিশনাল ভার্টাইগো : এটি খুব মারাত্মক নয়। চিকিৎসায় এটি সম্পূর্ণ ভালো হয়ে যায়। আক্রান্ত ব্যক্তি হঠাৎ করে মাথা কোনো একদিকে ফেরালে বা মাথা শুধু একটি নির্দিষ্ট দিকে ফেরালে মাথা ঘোরা শুরু হয়ে যায়।