সিলেটে এবার বিক্ষোভ মিছিল করার অনুমতি চেয়ে জামায়াতের আবেদন

প্রথম আলো সিলেট জেলা প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ১২:৩২

সিলেট বিভাগীয় সমাবেশ করার জন্য দুই দফা পুলিশের কাছে লিখিত আবেদন করেও অনুমতি পায়নি জামায়াতে ইসলামী। এ অবস্থায় এবার বিক্ষোভ মিছিল করার অনুমতি চেয়ে দলটি পুলিশের কাছে আবেদন করেছে।


আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী। তিনি বলেন, আগামী শুক্রবার (২৮ জুলাই) জামায়াত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করতে চায়। এ জন্য গতকাল সোমবার মহানগরের পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করা হয়েছে।


জামায়াত সূত্রে জানা গেছে, সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জামায়াতের আমিরসহ গ্রেপ্তার নেতা–কর্মী ও আলেমদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে জামায়াত বিক্ষোভ মিছিল করতে চাইছে। আগামী শুক্রবার বিকেল চারটায় নগরের সিটি পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত এ মিছিল হবে। এ সময় দলটি সংক্ষিপ্ত একটা সমাবেশও করতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও