আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়: ওবায়দুল কাদের

সমকাল প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ১৩:৩১

জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়।’



ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাসী নয়, অস্ত্রের শক্তিতে বিশ্বাসী। বিএনপি খালি মাঠ পেলে সংঘাত করতে চাইবে। তবে আওয়ামী লীগ সতর্ক থাকবে, কেউ সংঘাত করতে এলে প্রতিহত করা হবে।’


মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


শোকের মাসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ যখন শোকের মাসের কর্মসূচি দিতে যায় বিএনপি এবং কিছু মিডিয়া এটাকে পাল্টাপাল্টি কর্মসূচি বলে।’ তিনি যেকোনো দিবস বা অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদাবাজি থেকে দূরে থাকার কঠোর নির্দেশনা দেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও