You have reached your daily news limit

Please log in to continue


মার্তা সিলভা: ব্রাজিল ফুটবলের মুকুটবিহীন রানি

ব্রাজিলের নারী ফুটবলের ইতিহাসে মার্তা সিলভা যেন এক উজ্জ্বল তারকার নাম। ভক্তদের কাছে এই ফুটবলার 'কুইন মার্তা' নামেই বেশি পরিচিত। এবার যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হওয়া ফিফা নারী ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অংশ নিচ্ছেন তিনি।  

মার্তা সিলভা নিশ্চিত করেছেন যে, এটিই হতে যাচ্ছে তার শেষ বিশকাপ। সম্প্রতি এ সুপারস্টার ইউটিউবভিত্তিক চ্যানেল ক্যাজটিভি-এর সাথে কথা বলেছেন। 

যদিও ব্রাজিলের হয়ে শেষমেশ মার্তা বিশ্বকাপ জিততে পারবেন কি-না সেটা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা একদিকে এ খেলোয়াড় ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ইনজুরিতে ভুগছেন। অন্যদিকে তারুণ্যনির্ভর খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড সাজানোরও পরিকল্পনা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন