![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/07/24/1690178636.667.jpg)
২০ বছর পর উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন মঙলবার
২০০৩ সালে সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের অ্যাডহক কমিটি গঠিত হয়েছিল। এরপর ২০১৩ সালে ত্রি-বার্ষিক সম্মেলন করার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আর হয়নি।
দীর্ঘ ২০ বছর পর উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হতে যাচ্ছে। মঙলবার (২৫ জুলাই) নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ–উদ্দীপনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক একাধিক নেতা চালাচ্ছেন তদবির।
উত্তর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মীরসরাই ও সন্দ্বীপ উপজেলায় নেতা-কর্মীরা পছন্দের প্রার্থীর ছবি দিয়ে তৈরি করেছেন ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ড।
২০০৩ সালে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশের মাধ্যমে ওই সম্মেলনের পূর্বে শওকতুল আলমকে সভাপতি ও বেদারুল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা অ্যাডহক কমিটি গঠন করা হয়।