আরও জাপানি কোম্পানি বাংলাদেশে আসতে চায়
সমকাল
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ০৬:০১
বাংলাদেশ সরকারকে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসায়িক পরিবেশ উন্নত করার পরামর্শ দিয়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পবিষয়কমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা। রোববার ঢাকায় ‘আগামী ৫০ বছরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) যৌথভাবে ঢাকার সোনারগাঁও হোটেলে এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসুতোশি নিশিমুরা।