You have reached your daily news limit

Please log in to continue


আরও সুবিধা কমছে টুইটারে, এবার ডিএম পাঠানোয় সীমা

কিছুদিন আগেই টুইট দেখার সংখ্যায় সীমাবদ্ধতা আনায় ব্যবহারকারীরা সমালোচনায় ধুয়ে দিয়েছেন টুইটারকে। এবার প্রায় একই ধরনের নতুন আরেকটি ঘোষণার দিকে এগোচ্ছে প্ল্যাটফর্মটি।

সাধারণত টুইটারের এমন সব ঘোষণা স্বয়ং মালিক ইলন মাস্ক দিলেও এবার এ সংশ্লিষ্ট টুইট এসেছে প্ল্যাটফর্মটির সাপোর্ট পেইজ থেকে। ঘোষণা অনুসারে আগামীতে একটি ‘আনভেরিফায়েড’ অ্যাকাউন্ট থেকে কতগুলো ডাইরেক্ট মেসেজ বা ডিএম পাঠানো যাবে সে সীমা এবার বেঁধে দেবে প্ল্যাটফর্মটি।

এর কারণ হিসাবে টুইটার স্প্যাম মেসেজের সংখ্যা বেড়ে যাওয়াকে কারণ হিসাবে দেখিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

এ মাসের ১৪ তারিখে টুইটার ডিএম পাঠানোর সেটিংয়ে পরিবর্তন আনে যাতে করে যে অ্যাকাউন্টগুলোকে ফলো করা হচ্ছে সেগুলো থেকে এবং যে সকল ভেরিফায়েড অ্যাকাউন্ট তারা ফলো কারেন না সেগুলো মেসেজ তাদের ইনবক্সে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন