প্রথম যুগের ‘মোস্ট ওয়ান্টেড’ হ্যাকার কেভিন মিটনিকের জীবনাবসান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ২৩:০৩

সাইবার সিকিউরিটির ইতিহাসে সবচেয়ে বিখ্যাত হ্যাকার কেভিন মিটনিক মারা গেছেন। এক বছর ধরে অগ্নাশয়ের ক্যান্সারের সঙ্গে তিনি লড়াই করছিলেন বলে জানিয়েছে  তার পরিবার।


মিটনিকের বয়স হয়েছিল ৫৯ বছর।


কিংবদন্তীতুল্য এই হ্যাকারের জীবন বা ঘটনা একাধিক হলিউডি সিনেমার জন্য কাহিনিসূত্র হিসাবে কাজ করেছে।


হ্যাকার হিসাবে কেভিন মিটনিক যখন বিখ্যাত হয়ে ওঠেন তখন উইন্ডোজ ৯৫-এর যুগ মাত্রই শুরু হচ্ছে।


কথিত আছে, কিশোর কেভিন সফলভাবে অনুপ্রবেশ করেছিলেন ‘নর্থ আমেরিকান অ্যারোস্পেইস ডিফেন্স কমান্ডে’। সে ঘটনারই অনেকটা আভাস পাওয়া যাবে ম্যাথিউ ব্রডরিক অভিনীত “ওয়্যার গেইমস” সিনেমায়। যদিও ওই হ্যাকিংয়ের অভিযোগ বরাবরই অস্বীকার করে গেছেন মিটনিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও